আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যেন আমি ফেসবুকে স্টরিতে মিউজিক অপশন শো করে না এটা নিয়ে পোস্ট করতে। তাই আমি এটা নিয়ে কিছুটা ঘাটা ঘাটি করে দেখলাম যে কিভাবে এটা চালু করা যায়।
প্রথমে কিছু কথা বলে নেই। এই যে অপশন টা আছে এটা বাংলাদেশ সার্ভারের জন্য এভেইলেবল না। বাংলাদেশ সার্ভার ছাড়া অন্যন্য অনেক সার্ভারে এই মিউজিক অপশন টি দিয়েছে ফেইসবুক। আশা করি বাংলাদেশেও যোগ করে দিবে।
এখন ফেসবুকের অন্য সারভারের ফিচার আমরা নিতে উপভোগ করতে চাচ্ছি তাই অন্য সার্ভারের লোকেশন দিয়ে আইডি তে যেতে হবে। কিভাবে যাবো তা দেখে নেই।
ফেসবুক স্টোরিতে মিউজিক সহ ছবি পোস্ট করার আমি ২ টি সিস্টেম দেখাবো।
প্রথম টি প্রথমে আপনারা চেক করবেন না হলে দ্বিতীয় টি।
তো চলুন দেখি কিভাবে করবো।
প্রথমে দেখিয়ে নেই যে আমার এখানে ফেইসবুক স্টরিতে মিউজিক অপশন আছে কি না।
তো আপনারা দেখতে পারলেন যে এখানে মিউজিক অপশন নাই কোন।
১ম সিস্টেম
প্রথম কাজ হবে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ-আউট করবেন।
এরপর একটা ভিপি এন লাগবে turbo vpn ডাউনলোড করে নিবেন
এর পর এটাতে us সার্ভারে কানেক্ট করবেন।
আপনার ছবি সিলেক্ট করবেন এর পর স্টিকার এর উপর ক্লিক করবেন
এই যে দেখুন মিউজিক অপশন
২য় সিস্টেম
উপরের সিস্টেমেও যদি আপনাদের মিউজিক অপশন না আসে তাহলে আপনারা এভাবে করতে পারেন।
প্রথম আপনারা vpn থাকা অবস্থায় instagram অপেন করবেন।
এখানে আপনার ফেইসবুক আইডি দিয়ে লগইন করবেন।।
এরপর story তে ক্লিক করুন
এরপর এখানে ক্লিক করে ইমেইজ সিলেক্ট,করুন
এরপর স্টিকারে ক্লিক করুন
এরপর মিউজিক দেখতে পাবেন এটায় ক্লিক
এরপর যেকোন গান সিলেক্ট করুন
confirm & share
এইযে দেখুন স্টোরি
তো আজ এই পর্যন্তই।