আসসালামু আলাইকুম

আসা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ্য আছেন।

আজকে আমি আপনাদের সাথে একটা ওয়েসসাইট এর পরিচয় করিয়ে দিবো যেখান থেকে আপনি আপনার Facebook/Youtube/Instagram/Twitter আরো বেশ কয়েকটি সোসিয়াল মিডিয়া সাইটে Like/ Follower/ Subscriber নিতে পারবেন। সেটাও আবার ফ্রিতেই মাত্র কয়েক মিনিটের পরিশ্রমেই। এখানে আপনাকে আপনার Facebook ID লগিন করতেও হবে না। তবে Account করার সময় একটা ID লাগবে সেটা আপনার না হলেও চলবে। ভাবছেন হয়তো আপনার না তো Password কোথায় পাবেন। সবই পেয়ে যাবেন।

প্রথমে আপনাদের প্রমান দেখিয়ে নিই ।

৫ মিনিট পর  আমার Facebook পেজ যেখানে আমি এই ওয়েবসাইট থেকে লাইক/ফলোয়ার নিয়েছি ।

 

 

এখন আপনি নিচে দেওয়া লিংক এ ক্লিক করলেই ঐ WEBSITE এ চলে যাবেন

WEBSITE LINK: Click Here

যদি Account করতে না পারেন । তাহলে আমি যেভাবে Account করছি সেভাবে করেন ।

আর মনে রাখবেন। একটা আইপি থেকে শুধু একটা Account ই করতে পারবেন। একটার বেশি Account চাইলেও করতে পারবেন না।

উপরের লিংকে ক্লিক করলে আপনি এই রকম একটা পেজ পাবেন। 

তারপর Join FollowFast Now! লিখার উপর ক্লিক করলে এই রকম একটা পেজ ওপেন হবে।

এই রকম একটা ফরম পাবেন । এখানে আপনাকে Facebook এর  UserName দিতে হবে ইচ্ছা মতো  Email দিয়ে হবে আর ইচ্ছা মতো  Password আর কিছু না। কিন্তু আপনি এখানে আপনার facebook এর UserName দিতে চাচ্ছেন না।

আপনি অন্য মানুষের UsrerName দিয়েও কাজ চালাতে পারবেন। Username এর জন্য আপনি যেকোনো Facebook Profile এর link কপি করে নিন। তারপর

লিংক এর শেষ এ যে নাম্বার আছে সেটা কপি করে নিবেন।

আর যদি নাম্বার না দেখতে পান সেখানে যদি তার Facebook Profile এর নাম দেওয়া আছে তাতেও সমস্যা নাই সেটা কপি করে নিবেন।

তারপর UserName এর বক্স এ পেষ্ট করেদিবেন। আর আপনার Password ঐ UserName টাই দিবেন। তাহলে দেখবেন বক্স এর পাশে টিক মার্ক উঠে গেছে। আর আপনার ইচ্ছা মতো ইমেল দিয়ে দিয়েন।

তারপর নিচে এসে ক্যাপচা কোড পূরন করে Join এ ক্লিক করলেই আপনার Account তৈরি হয়ে যাবে।

আর আপনি ৫০ পয়েন্ট ফ্রি পাবেন। Follower বাড়ানোর জন্য আমাদের আরো পয়েন্ট লাগবে। আমরা আরো পয়েন্ট কয়েক মিনিতেই জড়ো করে ফেলবো।

আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইউটিউব, টুইটার সহ আরো কয়েকটি সাইটের Icons আমরা সেখানের যেকোন একটিতে ক্লিক করব । 

আমি এখন Facebook Page এ ক্লিক করছি। তারপর আপনারা নিচের দিকে নামলে এই রকম দেখতে পাবেন।

Load More Pages এ ক্লিক করলে আপনারা আরো পেজ পাবেন।

এখানে আপনার Like Button এ ক্লিক করলে আপনার যদি Browser এ Facebook ID লগিন করা থাকে তাহলে সরাসরি facebook ID তে ঐ পেজে নিয়ে চলে যাবে। এখানে আপনারা কিছু ট্রিক খাটিয়ে তাড়াতাড়ি পয়েন্ট জড়ো করতে পারবেন।

আমি তাড়াতাড়ি কিছু পয়েন্ট জড়ো করে নিচ্ছি।

আমার কয়েক মিনিটে ৯০০+ পয়েন্ট হয়ে গেছে। আমরা ডেইলি বোনাস থেকে কিছু পয়েন্ট পাবো মানে প্রতিদিন ১৫ টা ক্লিক করলে ১০০ পয়েন্ট ফ্রি পাবো। সেটা কিভাবে নিবেন দেখাচ্ছি। এখানে আমার ৬২ হিট হয়ে গেছে আমি নিতে পারবো।

তাছাড়াও আপনি প্রতি ঘন্টাই ৩ টি হিট করে ২৫ টা কতে পয়েন্ট নিতে পারবেন।

এখন আসল বিষয়ে আসি কীভাবে Facebook এ Follower নিতে পারবো?

তার জন্য আপনাকে Add Page or Site ওখানে ক্লিক করতে হবে।

তারপর আপনি যেটাতে নিবেন সেটা সিলেক্ট করুন।

আমি follower নিবো তাই উপরের টাতে ক্লিক করলাম। তাহলে এই রকম একটা পেজ পাবেন । এখানে আপনার পেজ আর নাম দিবেন। তারপর আপনার পেজ এর লিংক কপি করে এখানে বসিয়ে দিবেন। এর পর যে বক্স এ CPC ১৫ লিখা আছে সেটা আপনার ইচ্ছা মতো দিবেন।

 

আমি এখানে CPC ২০ দিয়েছি। মানে আমার পেজে কেউ যদি লাইক দেই তাহলে আমি তাকে ২০ CPC করে দিবো । আপনি তাকে কত CPC করে দিবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। তারপর ক্যাপচা পূরন করবেন।

Target Likes এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা দেশ দিবেন। যে  দেশ থেকে আপনি আপনার পেজের লাইক চান ।

তারপর নিচে Add Page এ ক্লিক করলেই আপনার পেজে লাইক যোগ হতে থাকবে।

 Add Page এ ক্লিক করারা সাথে সাথে আপনার সব পয়েন্ট ০(শূন্য) হয়ে যাবে।

আপনি উপর থেকে My Page অপশান এ ক্লিক করলে আপনার পেজ সম্পর্কে ডিটেলস দেখতে পারবেন।

আপনারা আমার Facebook এর নটিফিকেশন দেখুন ।

এভাবে আপনি আপনার ফেসবুক পেজে Follower নিতে পারবেন।

আসা করি আপনাদের কাজে আসবে।

লিখা মধ্যে কোথাও কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন।

ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।

আল্লাহ হাফেজ।