ইমো imo এই অ্যাপ টি আমি প্রথম ব্যবহার শুরু করি ২০১৪ এর শেষের দিকে। মূলত তখন বিদেশে থাকা পরিবারের লোকেদের জন্যই বেশি ব্যবহার করা হতো এই ইমো অ্যাপ কারন তখন আমাদের দেশে নেটের এতো প্রচলন ছিল না। আর গ্রামে তো ভিডিও কল দিলে ফ্রিজ হয়ে থাকত।
তখিন থেকে এখন অবদি এই অ্যাপ নিয়ে আমার তেমন কোনো সমস্যা ছিল না। কারন এই অ্যাপ এর ভিডিও রেজুলেশন যথেষ্ট ভালো ছিল এবং নেট খরচের পরিমাণ ও skype, vider, Tango এর তুলনায় খুব কম হতো। এখন তারা তখন তগেকেই ফ্রিতে আমাদের এই সুবিধা দিয়ে আসছিল।কিন্তু এখন ইমুর একটি বিষয়ে আমার খুব বিরক্তি আসে। সেটি হলো বিজ্ঞাপন্নের পরিমাণ বাড়িয়ে দেওয়া। মূলত এখন তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য অ্যাপ এর হোম থেকে শুরু করে অডিও ফোন দিলে সেই পেইজে সাথে যেকোনো ফোন কাটলে সাথে সাথে ৩-৪ সেকেন্ডের জন্য এড চলে আসে যা কাটতে ৪ সেকেন্ডের মতো লাগে।
আরেকটি বিষয় হলো এই অ্যাপ এ প্রায় সময় উত্তেজনাময় এড চলে আসে আর তা বয়ষ্ক লোকের সামনে চলে আসলে খুবই আপত্তিকর পরিস্থিতি
এই অ্যাপ এর বিশেষ দিক হলো আপনি ইমো এর সকল সাধারণ ফিচার পাবেন ঠিকই শুধু মাত্র গুগল এডসেন্স এর এড গুলো রিমুভ করা হয়েছে।
অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আশা করি এখন সবাই ইমো আগের মতো খুব সহজে এবং বিরক্ত না হয়েই ব্যবহার করতে পারবেন এবং কোনো আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না।