আবারো প্রতিদিন ৩০ মিনিট সম্পূর্ণ ফ্রিতে কথা বলুন যেকোনো নাম্বারে কোনো ধরনের অ্যাপ বা রেজিস্ট্রেশন ছাড়াই নতুন ওয়েবসাইট দিয়ে
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা আবারো প্রতিদিন ৩০ মিনিট সম্পূর্ণ ফ্রিতে যেকোনো দেশের যেকোনো নাম্বারে কথা বলবেন কোনো ধরনের অ্যাপ বা রেজিস্ট্রেশন ছাড়াই।
আমার আগের পোষ্টে instapeoplesearch.com ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করছিলাম যেখান থেকে আপনারা প্রতিদিন ৩০ মিনিট ফ্রিতে কথা বলতে পারছিলেন।
ঠিক তেমনি আজকেও আপনাদের মাঝে আরেকটি ফ্রি কলিং ওয়েবসাইট শেয়ার করবো।
ওয়েবসাইটির নাম zlookup.com
কোনো ধরনের অ্যাপ বা রেজিস্ট্রেশন করা ছাড়াই ফ্রিতে ৩০ মিনিট প্রতিদিন কথা বলতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে।
৩০ মিনিট সম্পূর্ণ কথা একবারে বলতে পারবেন না তবে প্রতিবার ৬ মিনিট করে প্রতিদিন ৫ বার কল করতে পারবেন মোট ৩০ মিনিট।
এক্ষেত্রে একবার যখন কাউকে কল দিবেন সে রিসিভ করলে সম্পূর্ণ ৬ মিনিট কথা হলে তবেই কলটা কেটে দিবেন।
যদি ১০ সেকেন্ড কথা বলে কেটে দেন তবে আপনার একবারে ৬ মিনিটের সুযোগ শেষ হয়ে যাবে।
আর আরেকটি কথা এমন ফ্রি কলিং ওয়েবসাইট বা অ্যাপের ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল Fun Tech BD ইউটিউবে সার্চ দিয়ে এখনি সাবসক্রাইব করে রাখুন।
অথবা ব্রাউজারে zlookup.com লিখে সার্চ দিন।
স্কিনশর্ট ফলো করুন।
আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে ভিডিওটি দেখুন